কনটেন্টটি শেয়ার করতে ক্লিক করুন
৭নং চরঅনুপনগর ইউনিয়ন সমন্বয় সভার (ইউডিসিসি) কার্যবিবরনীঃ
সভা নং ৫
স্থানঃ চরঅনুপনগর ইউনিয়ন মিলনায়তন। তারিখঃ ২৮/০৬/২০১০ ইং সময়ঃ ১১.০০ মি:।
অদ্য ২৮/০৬/২০১০ ইং তারিখ সকাল ১১.০০ মি: চরঅনুপনগর ইউনিয়ন পরিষদ সভা কক্ষে ইউনিয়ন সমন্বয় কমিটির (ইউডিসিসি) সভার আয়োজন করা হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন ৭নং চরঅনুপনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাবএস আব্দুল বাদী। সভার শুরুতেই সভাপতি সাহেব সকলের প্রতি শুভেচ্ছা ও সালাম জানিয়ে সভার কাজ আরম্ভ করেন।
সভায় উপস্থিত সদস্যবৃন্দের তালিকাঃ পরিশিষ্ট ‘ক’’
সভার আলোচ্য বিষয় সমূহ:
১। কোরআন তেলওয়াত।
২। পূর্ববর্তী সভার সিদ্ধান্তবলী পঠন ও অনুমোদনকরন।
৩। দপ্তর ভিত্তিক অগ্রগতি উপস্থাপনা
৪। বিবিধ
পূর্ববর্তী সভার সিদ্ধান্তবলী পাঠ করে শুনান হলো। এবং কোন প্রকার সংশোধনী না থাকায় সর্বসম্মতিক্রমে দৃঢ়করন করা হলো ।
২নং আলোচ্য সূচী : দপ্তর ভিত্তিক অগ্রগতি উপস্থাপনা।
· কৃষি বিভাগঃ
উপ-সহকারী কৃষি কর্মকর্তা জনাব মোঃ মনোয়ার হোসেন সাহেব সভাকে জানান যে, ১৩৬৬ জন কৃষকের কার্ড তৈরী করা হয়েছে এবং তারা টাকা ব্যাংক থেকে টাকা উত্তোলন করেছেন।
· সমাজ সেবা বিভাগঃ
ইউনিয়ন সমাজ কর্মী জনাব মোসাঃ মুক্তারা বেগম সভাকে জানান ,অত্র ইউনিয়নে বয়স্ক ভাতা ভোগীর সংখ্যা ৩১৭ জন,প্রতিবন্ধী ভাতা ভোগীর সংখ্যাঃ ২৩ জন,বিধবা ভাতা ভোগীর সংখ্যাঃ মহিলা বিষয়ক অধিদপ্তর থেকে তথ্য সংগ্রহ করে আগামী সভায় ইহার সংখ্যা জানান হবে।
· পশু সম্পদ বিভাগঃ
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস